সর্বশেষ

জাতীয়

রাষ্ট্র সংস্কারে মৌলিক ঐকমত্য জরুরি: অধ্যাপক আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গত কিছুদিনের সংলাপে আমরা বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছি। কিছু বিষয়ে ইতোমধ্যেই ঐকমত্যে পৌঁছেছি, আবার কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি।”

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐকমত্য জরুরি। কারণ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক—একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন, যেখানে ক্ষমতার এককেন্দ্রীকরণ হবে না, নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের কথা বলছি, যা কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি হতে দেবে না। এ লক্ষ্য নিয়ে কমিশনের কাজ চলছে, এবং এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই।”

আজকের সংলাপে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও জরুরি অবস্থা জারির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। অধ্যাপক রীয়াজ জানান, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে এবং আগামী সপ্তাহে আরও অগ্রগতি আশা করা যাচ্ছে।

তিনি বলেন, “আমরা একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কাজ করছি, যাতে জুলাই মাসের মধ্যেই সর্বসম্মত ভিত্তিতে একটি রূপরেখা চূড়ান্ত করা যায়।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “এই কমিশন আপনাদের অংশ হিসেবে কাজ করছে, আমরা আলাদা কেউ না। একসঙ্গে এগিয়ে চললেই জাতীয় ঐকমত্যের লক্ষ্যে পৌঁছানো সম্ভব।”

সংলাপটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং আইয়ুব মিয়া।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন