দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, আরও একজনের মৃত্যু

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, চট্টগ্রামে ৭৮ জন, ঢাকার বাইরে ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, দক্ষিণে ৫৩ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ৪ জন এবং সিলেটে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩৯ জন রোগী। ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন মোট ১২ হাজার ২২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন। এদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের বছরের তুলনায় সংখ্যাটি তুলনামূলক কম হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে রেকর্ডসংখ্যক এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।
১১০ বার পড়া হয়েছে