সর্বশেষ

সারাদেশ

যশোরে পুরাকীর্তি ইমামবাড়ায় চুরি, হারিয়েছে দেড়শ বছরের পুরোনো পাঞ্জা

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোর শহরের মুড়লিতে অবস্থিত দেড় শতাধিক বছরের পুরনো ইমামবাড়ায় চুরির ঘটনা ঘটেছে। রোববার (৭ জুলাই) রাতে ঐতিহাসিক এই স্থাপনার প্রধান ফটকের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে মূল্যবান ধর্মীয় সামগ্রীসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে।

সোমবার ইমামবাড়া কার্যকরী পরিচালনা পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, জমিদার আমলের (১৭৬৪–১৮০৩) দানবীর হাজী মুহাম্মদ মহসিনের সৎবোন মন্নুজান খানম এই ইমামবাড়া নির্মাণ করেন। ২৫০ বছরের পুরাকীর্তিটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। এটি শিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় ও মহররম অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

চুরির সময় দেড়শ বছরের পুরোনো দুটি ছয় ভরির পাঞ্জা, চেয়ার, ফ্যান, এমপ্লিফায়ার ও স্পিকারসহ নানা সামগ্রী চুরি হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

অভিযোগে আরও বলা হয়, ইমামবাড়ায় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এরপরও প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেখানে সিসিটিভি ক্যামেরা বা প্রহরী নিয়োগের ব্যবস্থা নেয়নি। সন্ধ্যার পর সেখানে বহিরাগতদের চলাফেরা বেড়ে যায় এবং নানা সময় নিরাপত্তা হুমকির বিষয়ে প্রশাসনকে অবগত করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন