বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (৭ জুলাই) তার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে ট্রাম্প নিজেই চিঠিটির একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যম "ট্রুথ সোশ্যালে" শেয়ার করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শুল্ক ও অ-শুল্ক বাধার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য ভারসাম্যহীনতায় ভুগছে। এ বৈষম্য দূর করতেই নতুন করে এই শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া, কেউ যদি তৃতীয় কোনো দেশের মাধ্যমে পণ্য রপ্তানির মাধ্যমে এই শুল্ক এড়ানোর চেষ্টা করে, তবে এমন পণ্যের ওপর আরও বেশি হারে শুল্ক আদায় করা হবে।
চিঠিতে আরও জানানো হয়, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে এবং বিদ্যমান শুল্ক ও অ-শুল্ক প্রতিবন্ধকতা দূর করে, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে কারখানা বা উৎপাদন কেন্দ্র স্থাপন করে, তাহলে তাদের পণ্যের ওপর কোনো শুল্ক ধার্য করা হবে না। এমন বিনিয়োগের অনুমোদনও দ্রুত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি বাংলাদেশ পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখায় বা শুল্ক আরোপে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কহার আরও বাড়ানো হবে। তার ভাষায়, বাংলাদেশের বাড়তি শুল্কের পরিমাণ যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত করে হিসাব করা হবে।
উল্লেখযোগ্য যে, গত ৩ এপ্রিল ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। তখন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়, যেখানে আগে এসব পণ্যের গড় শুল্কহার ছিল প্রায় ১৫ শতাংশ।
১২৯ বার পড়া হয়েছে