কিভাবে আশুরা পালন করেন পশ্চিমবঙ্গের মুসলিমরা

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শোক ও শ্রদ্ধার আবহে পবিত্র আশুরা পালিত হয়েছে কলকাতাসহ সমগ্র পশ্চিমবঙ্গে। রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
ধর্মতলার নাখোদা মসজিদসহ কলকাতার একাধিক এলাকা থেকে সুসজ্জিত তাজিয়া মিছিল বের হয়।
মেদিনীপুর, মালদহ, উত্তর ২৪ পরগনার জগদ্দল, ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও আয়োজন করা হয় জুলুসের। কালো পোশাকে অংশগ্রহণকারীরা হজরত ইমাম হোসাইনের শোক স্মরণে শৃঙ্খলাবদ্ধভাবে মিছিলে অংশ নেন।
এবার কলকাতায় পাঁচটি বড় তাজিয়া মিছিল বের হয়। পর্তুগিজ চার্চ এলাকা থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট, লালবাজার, বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে তা পৌঁছায় শিয়ালদহ পর্যন্ত। বহু জায়গায় অস্ত্র ছাড়াই এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে এই শোকযাত্রা প্রত্যক্ষ করেন।
আশুরার দিনে বিভিন্ন সংযোগস্থলে স্থানীয় বাসিন্দারা শরবত ও মিষ্টি বিতরণ করেন। শোভাযাত্রায় অংশ নেওয়া সরফরাজ খান বলেন, “এই দিনটি আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করি। বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে এই যাত্রায় থাকেন। প্রশাসনের সহযোগিতাও আমরা সবসময় পাই।”
পবিত্র আশুরা উপলক্ষে দিনটি ভারতে রাষ্ট্রীয় ছুটি হিসেবে পালিত হয়। দিনটিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সামাজিক মাধ্যমে বার্তায় বলেন, “মহররম আমাদের সহনশীলতা, শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়। আসুন, আমরা সকলে সেই পথে চলি।”
আশুরা উপলক্ষে রাজ্যজুড়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
১৩৪ বার পড়া হয়েছে