বিনিয়োগ ছাড়াই দুবাইয়ের গোল্ডেন ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দুবাইয়ে দীর্ঘমেয়াদি বসবাস ও কাজের সুযোগ মিলছে এখন বাংলাদেশি নাগরিকদের। আর এর জন্য দরকার নেই বড় অঙ্কের বিনিয়োগ বা সম্পত্তি কেনা।
নতুন মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা ব্যবস্থায় সহজেই মিলতে পারে এই সুযোগ।
আগে যেখানে এই ভিসা পেতে দুবাইয়ে অন্তত ২ মিলিয়ন দিরহামের সম্পত্তি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) কিনতে হতো, এখন সেখানে মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়েই আবেদন করা যাচ্ছে এই ভিসার জন্য।
কারা পাচ্ছেন এই সুযোগ?
এই বিশেষ স্কিমটি আপাতত বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এতে ‘মনোনয়ন’ বা নির্দিষ্ট কিছু যোগ্যতা বিবেচনায় ব্যক্তিদের ভিসা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ প্রকল্পের দায়িত্বে রয়েছে রায়াদ গ্রুপ, যাদের মাধ্যমে আবেদন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে আমিরাত সরকারের সংশ্লিষ্ট বিভাগে।
আবেদন প্রক্রিয়া কেমন হবে?
আবেদনকারীর ব্যক্তিগত ও আর্থিক পটভূমি যাচাই করা হবে
অপরাধ বা মানি লন্ডারিংয়ের রেকর্ড রয়েছে কি না দেখা হবে
সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর দেওয়া হবে
প্রভাব, দক্ষতা, সংস্কৃতি বা পেশাগত অবদান মূল্যায়ন করা হবে
আবেদন করার জন্য নির্ধারিত কিছু কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্ম চালু থাকবে, যার মধ্যে রয়েছে:
ওয়ান ভাস্কো সেন্টার
রায়াদ গ্রুপের অনলাইন সাইট ও অফিস
ডেডিকেটেড কল সেন্টার
আবেদনকারীদের দুবাই সফর করতে হবে, তবে প্রাথমিক অনুমোদন নিজ দেশ থেকেই নেওয়া যাবে।
এই ভিসায় কী সুবিধা মিলবে?
বিনিয়োগ ছাড়াই স্থায়ী বসবাসের সুযোগ
পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার অনুমতি
গৃহকর্মী বা চালক রাখার অনুমোদন
যেকোনো ব্যবসা বা পেশায় কাজ করার স্বাধীনতা
সম্পত্তিনির্ভর ভিসার মতো বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি নেই
ভবিষ্যৎ পরিকল্পনা
ভারত ও বাংলাদেশে এই পাইলট প্রকল্প সফল হলে, ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতের সিইপিএ-ভুক্ত অন্যান্য দেশগুলোতেও এই নতুন ভিসা পদ্ধতি চালু করা হবে বলে জানানো হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে