ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হকের ৪০ কোটি টাকার এফডিআর জব্দের আদেশ

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের নামে পূবালী ব্যাংকে থাকা মোট ৪০ কোটি টাকার এফডিআর জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূবালী ব্যাংকে হামিদুল হকের চারটি এফডিআর হিসাব রয়েছে, প্রতিটিতে ১০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা রয়েছে। এই অর্থ জব্দের জন্য দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক নওশাদ আলী।
আবেদনে উল্লেখ করা হয়, হামিদুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা উক্ত অর্থ উত্তোলন, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন—এমন তথ্য দুদক পেয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার বিদেশগমনে নিষেধাজ্ঞা দেন আদালত।
উল্লেখ্য, ২০২২ সালের শেষ ভাগে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন হামিদুল হক। ২০২৩ সালের ৫ আগস্ট তিনি সেই দায়িত্ব থেকে অব্যাহতি পান এবং ওই বছরের ১২ সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
১১০ বার পড়া হয়েছে