সর্বশেষ

জাতীয়

লাঠিপেটা-জলকামানে ছত্রভঙ্গ সাবেক বিডিআর সদস্যদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তবে কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।

এতে পদযাত্রাকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘যমুনা ঘেরাও’ কর্মসূচি নিয়ে রওনা দেন তাঁরা। কিন্তু দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের কাছে পুলিশ তাদের আটকায়। এ সময় পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে বলেও অভিযোগ করেন অংশগ্রহণকারীরা।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবি তাদের পুনর্বহাল, বিডিআরের নাম ফিরিয়ে আনা এবং পূর্বের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। আন্দোলনকারীরা জানান, এই দাবি আদায়ে তাঁরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছিলেন।

পদযাত্রায় বাধা পেয়ে ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা শাহবাগ, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন। আহতদের মধ্যে মো. শামছুল হক (৫৫) ও মো. ইউনুছ আলী (৫৭) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম জানান, ‘প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সচিবালয় এলাকায় ডিএমপি সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।’

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন