হাজিদের স্বাচ্ছন্দ্যে বিঘ্ন, চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় তীব্র অভিযান চালিয়ে চারটি ওমরাহ প্রতিষ্ঠানকে অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে এবং আরও বেশ কিছু সংস্থাকে জরিমানা করেছে।
বিদেশি এবং অভ্যন্তরীণ ধরণের সেবা পর্যবেক্ষণে গাফিলতির অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন উদ্বৃত্ততা গালফ নিউজ প্রতিবেদনে জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের হঠাৎ মাঠপর্যায়ী নজরদারিতে দেখা গেছে যে, কয়েকটি ওমরাহ প্রতিষ্ঠান তাদের চুক্তিপত্রে উল্লেখিত আবাসন এবং অন্যান্য সেবায় স্বাভাবিক মান অতিক্রম করছে না। ফলস্বরূপ, হাজিদের নিরাপত্তা, আরাম ও সম্মানে প্রভাব পড়ছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই অপ্রতিষ্ঠিত সেবা চুক্তিতে উল্লিখিত দায়িত্বের বিরুদ্ধে। সব হাসিফল ধরে উপযুক্ত মান নিশ্চিত না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জোরদার অভিযান চালানো হচ্ছে। চার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে, আর অপর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে যদিও এদের নাম বা তহবিলের পরিমাণ প্রকাশ করা হয়নি।
সৌদি সরকারের “ভিশন ২০৩০” উদ্যোগের অংশ হিসেবে ধর্মীয় পর্যটন খাতে মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করাই উচ্চ অগ্রাধিকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানের মাধ্যমে নিরাপদ ও আরামদায়ক সেবার দিক নজরে রাখা হবে।
১২৩ বার পড়া হয়েছে