সর্বশেষ

সারাদেশ

সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, আরিচা ঘাটে যুবক গ্রেপ্তার

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে এক সিএনজি অটোরিকশা যাত্রীর কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

অভিযান চালিয়ে বিপ্লব ত্রিপুরা (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) ভোররাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় থানা মোড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় একটি সিএনজি থামানোর নির্দেশ দেওয়া হলে এক যাত্রী পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরে তার পরিহিত প্যান্টের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা।

আটক বিপ্লব ত্রিপুরা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, টেকনাফ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে পাবনার সুজানগরের মোসাঃ নার্গিস আক্তারের কাছে সরবরাহের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন এসআই মো. তাজুল ইসলাম।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত বিপ্লব ত্রিপুরাকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন