সর্বশেষ

রাজনীতি

সীমান্তে আগ্রাসন চালালে লং মার্চের ডাক আসবে: নাহিদ ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “দাদাদের বাহাদুরির দিন শেষ। সীমান্তে আমাদের ভাইদের ওপর আর কোনো হামলা হলে লং মার্চের ডাক দেওয়া হবে।”

রোববার দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কখনো গ্রেনেড মারে, কখনো বোমা ফাটায়। তিনি বলেন, “এসেছি ‘জুলাই অভ্যুত্থানের বার্তা’ নিয়ে যা বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখায়।”

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছি নতুন বাংলাদেশ। যেখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার হবে, গণত্যাকারীদের বিচার হবে, আর ঘোষিত হবে জুলাই সনদ।”

চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ‘বৈষম্যের শিকার’ উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় যেন উন্নয়ন সমানভাবে পৌঁছায়, সেটিই এনসিপির লক্ষ্য।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী শাসন চালিয়ে আসছে। দিল্লিও সেই নিপীড়নের সহায়ক হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডের দায় ভারতকেও নিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন