সর্বশেষ

আন্তর্জাতিক

সুযোগ পেয়েই বেতন দ্বিগুণ করেন নিলেন প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিজের বেতন দ্বিগুণ করায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

জনগণের সমর্থন কমে যাওয়ার পরও ৬৩ বছর বয়সী এই প্রেসিডেন্ট এখন থেকে প্রতি মাসে প্রায় ১০ হাজার মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা—বেতন পাবেন।

সরকারি গেজেট অনুযায়ী, পেরুর সরকার গত বুধবার নতুন এই বেতন নির্ধারণ করেছে। অথচ মাত্র দুই মাস আগেও প্রেসিডেন্টের দপ্তর বেতন বৃদ্ধির খবর অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত কার্যকর হলো, যা জনগণের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে।

জনগণের মধ্যে দিনার জনপ্রিয়তা একেবারেই নিম্নমুখী। মে মাসে এক জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট বলুয়ার্তের প্রতি সমর্থন মাত্র ২ শতাংশে পৌঁছেছে। ঠিক এই সময়েই তাঁর বেতন বাড়ানোর ঘোষণা আসায় তা আরও বিতর্কিত হয়ে উঠেছে।

পেরুর সাবেক অর্থমন্ত্রী লুইস মিগুয়েল কাস্তিয়া বলেন, “এ ধরনের ঘোষণা প্রেসিডেন্টকে ঘিরে জনগণের মধ্যে অসারতার ধারণাকে আরও জোরালো করে।” আর অর্থনীতিবিদ হোর্হে গনসালেস ইসকিয়ের্দো বলেন, “এই মুহূর্তে বেতন বাড়ানো সবচেয়ে ভুল সিদ্ধান্ত, কারণ তাঁর জনপ্রিয়তা এখন প্রায় শূন্যের কোঠায়।”

অর্থমন্ত্রী রাউল পেরেজ-রেয়েস জানান, লাতিন আমেরিকার ১২টি দেশের রাষ্ট্রপ্রধানদের বেতন বিবেচনায় নিয়ে বলুয়ার্তের নতুন বেতন নির্ধারণ করা হয়েছে। পূর্ববর্তী অবস্থানে পেরুর প্রেসিডেন্টের বেতন ছিল তালিকার একেবারে নিচে, বলিভিয়ার পরেই। এখন সে অবস্থান উন্নীত করা হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে বলুয়ার্তে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে অন্তত ১২টি তদন্ত চলছে। এর মধ্যে অন্যতম হলো বিলাসবহুল গয়না ও ঘড়ির উপহার গোপনের অভিযোগ, যেটিকে স্থানীয় গণমাধ্যম ‘রোলেক্সগেট’ নামে চিহ্নিত করেছে।

অপরদিকে, দেশজুড়ে বাড়তে থাকা অপরাধ, গ্যাং সহিংসতা ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণ।

দিনা বলুয়ার্তের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হতে আর এক বছর বাকি। কিন্তু এরই মধ্যে যেভাবে জনপ্রিয়তা কমেছে ও নানা বিতর্কে জড়িয়েছেন, তাতে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন