সর্বশেষ

জাতীয়

সরকারি প্রকল্পে ২৬ মাসে কাটা ১৩ লাখ গাছ, শীর্ষে খুলনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত দুই বছরে (মার্চ ২০২৩ থেকে এপ্রিল ২০২৫) দেশের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ লাখের বেশি গাছ কাটা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে খুলনা জেলায়।

রাজধানী ঢাকাতেই কাটা হয়েছে প্রায় ৪ হাজার ২৯৬টি গাছ।

পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) জানায়, শুধু ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত শেষ ১৩ মাসেই কাটা হয়েছে ১ লাখ ৮২ হাজার গাছ। এর আগের বছর কাটা হয় সাড়ে ১১ লাখ।

▪ কোথায় সবচেয়ে বেশি গাছ কাটা?
গবেষণা অনুযায়ী, খুলনায় কাটা হয়েছে ৮৫ হাজার গাছ। এরপর রয়েছে লক্ষ্মীপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর। তুলনামূলকভাবে কম গাছ কাটা হয়েছে শেরপুর, খাগড়াছড়ি ও সাতক্ষীরায়।

ঢাকায় গাছ কাটার উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে:
ধানমন্ডির সাত মসজিদ সড়ক
পান্থকুঞ্জ পার্ক
ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছ কাটার পর ছোট গাছ রোপণ করলেও সেগুলো ছায়া দিচ্ছে না, বলছেন পথচারীরা। রিকশাচালক মো. রমিজ মিয়া বলেন, “আগে ছায়া ছিল, এখন রিকশা চালাতে খুব কষ্ট হয়।”

▪ কোন সংস্থাগুলো গাছ কাটছে?
আরডিআরসির গবেষণায় গাছ কাটার সঙ্গে ১২টি সরকারি সংস্থা জড়িত বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্পে প্রয়োজনে গাছ কাটা হলেও সেই পরিমাণে গাছ রোপণ হয় না। প্রকল্পের নকশাতেই গাছগুলো রাখার চিন্তা থাকা উচিত।

▪ সরকারের অবস্থান
পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা খাতুন বলেন, প্রকল্প অনুমোদনের সময় গাছ না কাটার সিদ্ধান্ত থাকলেও বাস্তবে অনেক সংস্থা তা মানে না। তিনি জানান, ভবিষ্যতে প্রকল্পে গাছ সংরক্ষণের দিকটি বাধ্যতামূলক করতে উদ্যোগ নেওয়া হবে।

এদিকে পরিবেশবিদ অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার মনে করেন, ঢাকায় প্রকৃতপক্ষে কাটা গাছের সংখ্যা গবেষণার চেয়েও বেশি। তিনি বলেন, “জনসংখ্যার তুলনায় গাছের সংখ্যা ভয়াবহভাবে কম। এখনই ব্যবস্থা না নিলে পরিবেশের বিপদ ঠেকানো যাবে না।”

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন