সর্বশেষ

সারাদেশ

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘পাবনা এক্সপ্রেস’ বাসটি পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়ার আতাইকুলা ইউনিয়নের কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি হেফাজতে নিয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন