এনবিআরের ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, আন্দোলন সংশ্লিষ্টতার ইঙ্গিত

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কমিশনারসহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুদকের অনুসন্ধানে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন—ঢাকা পূর্ব ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, উপ কর কমিশনার মো. মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এবং কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান আহমেদ।
জানা গেছে, সম্প্রতি এনবিআরে ‘সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে যে আন্দোলন চলছিল, তাতে এ পাঁচ কর্মকর্তার সক্রিয় অংশগ্রহণ ছিল। আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন সেহেলা সিদ্দিকা।
দুদক বলছে, কিছু অসাধু কর্মকর্তা ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন করদাতাদের। এতে সরকার প্রতিবছর বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ ঘুষ না পেয়ে কর ফাঁকির মিথ্যা মামলা করে করদাতাদের হয়রানি করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গতকাল (২ জুলাই) আরও পাঁচ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে একই অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। তারা হলেন—অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ কর কমিশনার মো. শিহাবুল ইসলাম ও যুগ্ম কমিশনার মো. তারেক হাছান। এদের মধ্যে কয়েকজনও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য।
গত ২৯ জুন এনবিআরের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের ঘোষণা দেয় দুদক। এদের অধিকাংশই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতা বা সদস্য ছিলেন এবং ‘শাটডাউন’ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন।
প্রসঙ্গত, এনবিআর বিলুপ্ত করে নতুন কাঠামো গঠনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তাদের টানা কর্মসূচির পর সরকার গত ২৫ মে জানায়, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ কার্যকর হচ্ছে না এবং এনবিআরকে বিশেষায়িত বিভাগ হিসেবে আরও শক্তিশালী করা হবে। এতে ২৯ জুন পরিষদ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
তবে আন্দোলনকারীরা এখনো এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন এবং তাকে এনবিআর কার্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিজ দপ্তরে ফেরেন চেয়ারম্যান।
১৪৯ বার পড়া হয়েছে