সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় মানবিক বিপর্যয়: জাতিসংঘের তীব্র উদ্বেগ, আন্তর্জাতিক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে লাখো মানুষ। জাতিসংঘ পরিস্থিতিকে ‘অ্যাপোক্যালিপ্টিক’ বা ধ্বংসাত্মক বলে আখ্যা দিয়েছে।

একইসঙ্গে, ইসরায়েলের সহায়তায় প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সরবরাহকারী গুগল, মাইক্রোসফট, অ্যামাজনসহ একাধিক আন্তর্জাতিক কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ বলেন, “গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক কোম্পানিগুলো প্রযুক্তি ও অস্ত্র দিয়ে এই অপরাধে সহযোগিতা করছে।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, লকহিড মার্টিন, ক্যাটারপিলারসহ বেশ কিছু বহুজাতিক কোম্পানি ইসরায়েলকে ক্লাউড কম্পিউটিং, নজরদারি প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। এতে ফিলিস্তিনিদের ওপর নজরদারি, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও সামরিক অভিযান সহজ হচ্ছে।

জাতিসংঘ এসব কোম্পানির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ, নির্বাহীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনা এবং বয়কট ও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।

গাজায় চলমান সহিংসতায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “গাজায় যা ঘটছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।”

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন