জাতীয়
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, কমিশনের আলোচনায় ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব ইস্যু নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
ঐকমত্যে পৌঁছাতে এখনো ২০টির মতো ইস্যু অনির্ধারিত: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, কমিশনের আলোচনায় ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব ইস্যু নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সভার শুরুতে সংবাদমাধ্যমকে ব্রিফ করেন ড. রীয়াজ।
তিনি বলেন, "অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে সেগুলো আর আলোচনায় আসছে না। আমরা দলীয়ভাবে পর্যালোচনার সুযোগ দিচ্ছি। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত — দিন শেষে একটি গঠনমূলক ফলাফল নিয়ে বের হওয়া।"
জাতির অতীত অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "কোন প্রেক্ষাপটে আমরা আজ এই পর্যায়ে এসেছি, সেটিকে অনুপ্রেরণা হিসেবে দেখা উচিত। এ ধরনের একটি সুযোগ অবহেলা করলে তা জাতির জন্য ক্ষতিকর হবে।"
একসঙ্গে কাজের গুরুত্ব তুলে ধরে ড. রীয়াজ বলেন, "যদি আমরা ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে তা দেশের জন্য একটি ইতিবাচক বার্তা হবে।"
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর