সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন, একজন আটক

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আজিজ মথুরাপুর দর্গাতলা এলাকার খিলাফত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনে ভিজিএফ (দুস্থ ভাতা) কার্ডের আবেদন ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (৩২) এর সঙ্গে আজিজ ও তার বন্ধু বিজয়ের বিরোধ সৃষ্টি হয়। বুধবার রাতে মথুরাপুর বাসষ্ট্যান্ড বাজারে অবস্থানকালে পলাশ সশস্ত্র অবস্থায় উপস্থিত হয়ে ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে মথুরাপুর এলাকার মো. মাহাবুল মাষ্টার (৫২) নামের একজনকে আটক করে। আটক ব্যক্তিটি মথুরাপুর গ্রামের মৃত মৌওলা বক্সের ছেলে এবং তিনি বিএনপি নেতা হিসেবে পরিচিত। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, হত্যাকাণ্ডের মূল কারণ অনলাইনে ভাতার কার্ড সংক্রান্ত বিরোধ। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

নিহত আজিজের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন