সর্বশেষ

আন্তর্জাতিক

এবার এআই খাচ্ছে বিশ্বজুড়ে মাইক্রোসফটের ৪ শতাংশ কর্মীর চাকরি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বজুড়ে কর্মী পুনর্বিন্যাসের অংশ হিসেবে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট আবারও বড় আকারের ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বৈশ্বিক কর্মীসংখ্যার প্রায় ৪ শতাংশ কমানো হবে, যার ফলে চাকরি হারাতে পারেন প্রায় ৯ হাজার কর্মী।

এই সিদ্ধান্তের পেছনে প্রতিষ্ঠানটির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগানো, পরিচালন খরচ কমানো এবং কোম্পানিকে আরও দক্ষ করে তোলা। মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, "বাজার পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কোম্পানি ও টিমগুলোকে আরও প্রস্তুত রাখতে সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে।"

প্রতিষ্ঠানটির ২০২৪ অর্থবছরের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটে তখন বৈশ্বিকভাবে প্রায় ২ লাখ ২৮ হাজার কর্মী নিয়োজিত ছিলেন। এর ভিত্তিতেই নতুন ছাঁটাইয়ের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে চলতি বছরের মে মাসেও প্রতিষ্ঠানটি প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

বিশ্লেষকদের মতে, জেনারেটিভ এআই প্রযুক্তি—বিশেষ করে চ্যাটজিপিটির আবির্ভাবের পর থেকেই মাইক্রোসফট এ খাতে বিপুল বিনিয়োগ করছে। ওপেনএআই-এর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের বহু পণ্যে এআই সংযুক্ত করেছে, যার ফলে অবকাঠামোগত ব্যয়ও ব্যাপকভাবে বেড়েছে।

এই ব্যয় সামাল দিতে এবং ভবিষ্যতের পরিকল্পনায় গতি আনতেই মাইক্রোসফট কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, ছাঁটাইয়ের ফলে যারা চাকরি হারাবেন, তাদের জন্য সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্যসেবাসহ নতুন কর্মসংস্থানের দিকনির্দেশনার ব্যবস্থা রাখা হবে।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে কর্মীরা এআই প্রযুক্তির সহায়তায় আরও সৃজনশীল এবং অর্থবহ কাজে মনোনিবেশ করতে পারবেন।

বিশ্ব প্রযুক্তি খাতে চলমান রূপান্তরের অংশ হিসেবেই মাইক্রোসফটের এ সিদ্ধান্তকে দেখছেন বিশেষজ্ঞরা। গুগল, মেটা, অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টরাও ইতিমধ্যে একই পথে হেঁটেছে। অটোমেশন, এআই এবং খরচ নিয়ন্ত্রণ—এই তিন উপাদান এখন প্রযুক্তি খাতের পুনর্গঠনের মূল চালিকাশক্তি হয়ে উঠছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন