সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েল ৬০ দিনের গাজা যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্পের ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
২ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ‘প্রয়োজনীয় শর্তসমূহ’ মেনে নিতে সম্মত হয়েছে।

মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “আমার প্রতিনিধিরা আজ ইসরায়েলিদের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেছেন। ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তসমূহ মেনে নিয়েছে, এই সময়ে আমরা সকল পক্ষের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য কাজ করব।” তবে তিনি এসব শর্তের বিস্তারিত প্রকাশ করেননি।

ট্রাম্প আরও জানান, চূড়ান্ত এই প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দেবেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “মধ্যপ্রাচ্যের মঙ্গলার্থে আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ পরিস্থিতি এর চেয়ে ভালো হবে না—বরং আরও খারাপ হবে”।

হামাসের প্রতিক্রিয়া ও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা
এখনো হামাস আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি কার্যকর করতে হলে হামাসের সম্মতি অপরিহার্য। কাতার ও মিশরের মধ্যস্থতায় এই চূড়ান্ত প্রস্তাব হামাসের কাছে পৌঁছানো হবে।

এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। গাজায় চলমান সংঘাতে দুই বছরে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সমাজেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে চাপ বাড়ছে। তবে ইসরায়েলের ডানপন্থী জোটের কট্টরপন্থীদের বিরোধিতার কারণে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি এখনো অনিশ্চিত।

১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েল ৩৫০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে বিমান হামলা, গোলাগুলি, মানবিক সহায়তা প্রবেশে বাধা, এবং সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন