ডিসেম্বরে শেষ হবে ব্যাংক খাতের বড় সংস্কার: অর্থ উপদেষ্টা

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের ব্যাংক খাতে চলমান বড় ধরনের সংস্কার কার্যক্রম চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো এবং ব্যাংক ও এসএমই খাত পুনর্গঠনের লক্ষ্যে সরকার এখন ব্যাপকভাবে সংস্কার কার্যক্রমে জোর দিয়েছে।
বুধবার রাজধানীতে এসএমই ফাউন্ডেশন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা দূর করতে এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে অর্থ উপদেষ্টা বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর অভ্যন্তরীণ বিভাজনজনিত জটিলতার কারণে কিস্তি ছাড় বিষয়ক আলোচনায় বসতে চায়নি আইএমএফ। এমনকি এনবিআর চেয়ারম্যানের পাঠানো চিঠিও তারা আমলে নেয়নি, ফলে আমাকে তাদের কাছে বিষয়টি ব্যাখ্যা করতে হয়েছে।”
মাঝারি শিল্প খাত প্রসঙ্গে তিনি বলেন, “এসএমই খাত শুধু স্বল্পোন্নত দেশে নয়, উন্নত দেশেও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। প্রযুক্তির মাধ্যমে এ খাতকে আরও আধুনিক করতে হবে। নারী ক্ষমতায়নে এসএমই খাতের অবদান সবচেয়ে বেশি। তাই এ খাতের উন্নয়নে ব্যাংকার ও নীতিনির্ধারকদের মনোভাব পরিবর্তন জরুরি।”
তিনি আরও বলেন, এসএমই উন্নয়নে বাংলাদেশ ব্যাংককে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
১৩১ বার পড়া হয়েছে