সর্বশেষ

জাতীয়

ইভিএম দুর্নীতি: ইসির তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে ইভিএম ক্রয়ে ৩ হাজার কোটি টাকার বেশি অপচয়ের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ।

জানা গেছে, এই ঘটনায় ছয়জন ইসি কর্মকর্তাকে তলব করা হলেও এদিন দুদকের কার্যালয়ে উপস্থিত হন তিনজন। তারা হলেন—ইসির উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার এবং তৎকালীন সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।

দুদকের অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন সরকারি ক্রয় নীতিমালা লঙ্ঘন করে এবং টেন্ডার প্রক্রিয়া ছাড়াই বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় করে। প্রতিটি ইভিএমের মূল্য ধরা হয় দেড় লাখ টাকা, যা প্রকৃত দামের তুলনায় অনেক বেশি।

এই প্রক্রিয়ায় সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে দুদক নিশ্চিত হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, এই ঘটনায় আরও কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন