গাজায় শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাবনা: জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে সক্রিয় প্রচেষ্টা চালাবে।
তাঁর কথায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাব্য সময় ‘আগামী সপ্তাহের যেকোনো মুহূর্ত’।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৭ জুলাই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগেই এই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটন থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা চাই এটি (যুদ্ধবিরতি) যেন বাস্তবায়িত হয়, এবং আমরা এমনভাবে কাজ করছি যেন এটি আগামী সপ্তাহের যেকোনো সময়ে কার্যকর হতে পারে।”
এর আগে তিনি ইসরাইলকে গাজা সংকট নিরসনে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন। তবে বাস্তবতায়, ইসরাইল এখনো ফিলিস্তিনের বিভিন্ন অংশে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
এই মন্তব্য এমন এক সময়ে এল যখন হোয়াইট হাউস মাত্র একদিন আগেই ইসরাইলের সঙ্গে ৫১০ মিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি অনুমোদন করেছে।
১০৯ বার পড়া হয়েছে