সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: একই পরিবারের ৪ জনসহ ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন।

রোববার সকালে স্থানীয় সময় উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনাটি ঘটে ওহাইওর একটি আঞ্চলিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সেসনা-৪৪১ মডেলের বিমানটি উড্ডয়নের মাত্র সাত মিনিট পরই ভূপাতিত হয়।

বিমানটিতে থাকা ছয়জনের কারোরই বেঁচে ফেরার সুযোগ হয়নি। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য, বাকি দুজন ছিলেন পাইলট ও সহ-পাইলট।

 

নিহতরা হলেন- ৬৮ বছর বয়সি ভেরোনিকা ওয়েলার, ৬৭ বছর বয়সি জেমস ওয়েলার, ৩৬ বছর বয়সি জন ওয়েলার এবং ৩৪ বছর বয়সি মারিয়া ওয়েলার।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও তদন্তে নেমেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং ঘটনাস্থলে পৌঁছে মৃতদের মরদেহ উদ্ধার করা হয়।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন