সর্বশেষ

সারাদেশ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।

সোমবার (৩০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ দুজন হলেন নাজমা বেগম (৪০) ও তাঁর মেয়ে মোছাম্মত আফরোজা আক্তার (১৬)। স্থানীয়রা জানান, তাঁরা ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন এবং নাজমা বেগম পেশায় গৃহকর্মী।

বিস্ফোরণের পর গুরুতর অবস্থায় তাঁদের রাত ১২টার কিছু পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সঙ্গে থাকা রুবেল খান জানান, বাড়িটির নিচ দিয়ে গ্যাস পাইপলাইন গেছে। ধারণা করা হচ্ছে, পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে থাকা অবস্থায় কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওয়ন বিন রহমান বলেন, ‘দুজনেরই শরীরের প্রায় ২২ শতাংশ পুড়ে গেছে এবং দুজনেরই শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।’ বর্তমানে তাঁরা ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন