আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারতীয় দল

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। বিসিসিআইয়ের অনুমোদন পাওয়ার পর বিসিবি সিরিজের সূচিও ঘোষণা করেছিল।
তবে নির্ধারিত সময়ে এই সিরিজ আর অনুষ্ঠিত হচ্ছে না।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্বিপক্ষীয় এই সিরিজটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। সম্ভাব্য বিকল্প সময় হিসেবে আলোচনায় রয়েছে চলতি বছরের নভেম্বরে অথবা আগামী বছরের কোনো এক সময়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে—বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে নতুন সূচি নির্ধারণের জন্য।
প্রথমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছয় ম্যাচের এই সিরিজ। তবে আগস্ট সফর বাতিলের পেছনে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে গুঞ্জন থাকলেও, বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, "বিসিসিআইয়ের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সিরিজের বিষয়ে নিজ দেশের সরকারের ছাড়পত্রের অপেক্ষায় আছে।"
তিনি আরও জানান, "আমরা এখনই বলতে পারি না আগস্ট বা সেপ্টেম্বরেই সিরিজটি আয়োজন করবো। বরং আমরা আলোচনা করছি—কীভাবে এবং কখন সিরিজটি আয়োজন করা যেতে পারে। সময় না মিললে আমরা বিকল্প সময়ে আয়োজন করবো।"
১২০ বার পড়া হয়েছে