সর্বশেষ

সারাদেশ

যশোরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন।

নিহতদের মধ্যে রয়েছেন—দিনাজপুরের বাসিন্দা আজিজুর রহমান, যিনি ওই প্রকল্পে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন; কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান, যিনি ছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার; এবং নির্মাণ শ্রমিক নূর ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের একটি অংশে কাজ চলাকালে হঠাৎ করে দেয়ালটি ভেঙে পড়ে। মাটিচাপা পড়েন প্রকৌশলী ও শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। পরে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন