সর্বশেষ

রাজনীতি

জুলাই অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী নানা কর্মসূচি।

অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন স্মরণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।

অন্তর্বর্তী সরকারের ‘জুলাই স্মৃতি উদযাপন’
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই স্মৃতি উদযাপন’ কর্মসূচি পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ দেশব্যাপী উপাসনালয়গুলোতে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। একইসঙ্গে ‘জুলাই ক্যালেন্ডার’ বিতরণ ও খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তিও চালু করা হয়েছে।

ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’
জুলাইয়ের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটির সূচনা করে সংগঠনটি। এরপর আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান
‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শিরোনামে আজ বিকাল ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন। দলের পক্ষ থেকে ৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’
গণঅভ্যুত্থান উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সকালে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে গাইবান্ধা ও রংপুরে পথসভা অনুষ্ঠিত হয়। এনসিপি নেতারা বলেছেন, সাধারণ মানুষের প্রত্যাশা জানতেই এই পদযাত্রা।

জামায়াতের দোয়া মাহফিল
জুলাই শহীদদের স্মরণে দেশব্যাপী দোয়া অনুষ্ঠান পালন করছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় পুরানা পল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। দলটির পক্ষ থেকে গণআন্দোলনের অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি
ইসলামী ছাত্রশিবির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, কবর জিয়ারত, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়।

গণঅধিকার পরিষদের আলোচনায় ‘রাষ্ট্র সংস্কার’
গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ) ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার (২০১৮–২০২৪)’ শিরোনামে আজ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করেছে। মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনাও জানিয়েছে সংগঠনটি।

ইসলামিক ফাউন্ডেশনের দেশব্যাপী দোয়া
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজ বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় দোয়া অনুষ্ঠিত হয়।

অন্যান্য সংগঠনের কর্মসূচি
আজ সকালে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে গণসংহতি আন্দোলন। এছাড়া, জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ কর্মসূচি পালন করেছে ‘জুলাই ঐক্য’। সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন