সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় ৯৫ জন নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, গাজা সিটি ও উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইসরায়েলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় একাধিক স্থানে হামলা চালিয়েছে। বিশেষ করে গাজার একটি বন্দরে নৌবাহিনীর হামলায় ২১ জন নিহত হন। এছাড়া, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ও ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় বহু হতাহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই শিশু ও নারী।

হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ঘাটতি চরমে পৌঁছেছে। অনেকেই মেঝেতে বা উন্মুক্ত স্থানে চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর টানা হামলার কারণে নতুন করে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। অনেকে আশ্রয়কেন্দ্র বা উন্মুক্ত স্থানে মানবেতর জীবনযাপন করছেন। খাদ্য, পানি ও চিকিৎসার সংকটে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন