সারাদেশ

ভোলায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোলার মনপুরায় বিষধর সাপের কামড়ে মো. ইউনুস বেপারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) রাতে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ইউনুস বেপারী উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ার হাট গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে নিজ ঘর থেকে বের হয়ে জুতা পরার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ ইউনুস বেপারীকে ছোবল দেয়। তিনি তাৎক্ষণিকভাবে ছেলেকে ডাকলে সে এসে সাপটিকে দেখতে পায় এবং মেরে ফেলে। পরে সাপসহ আহত ইউনুস বেপারীকে রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন