সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হলো শরিফ ওসমান হাদির মরদেহ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নারী-শিশুসহ নিহত ৭
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
রাজনীতি

জাতীয় ঐকমত্য সংলাপে আজ অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে অংশ না নিলেও পরবর্তী বৈঠকে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বুধবার (১৮ জুন) অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নেবে দলটি। বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, "আমরা বুধবারের সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা করছি।"

এর আগে মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১১টা ৪৫ মিনিটে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তারা ওই বৈঠকে অংশ নিচ্ছেন না—তবে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি।

প্রথম দিনের সংলাপে অনুপস্থিতির কারণ
কমিশনের একটি সূত্র জানিয়েছে, জামায়াত আগেই জানিয়েছিল তারা মঙ্গলবারের সংলাপে অংশ নেবে না। তাদের মতে, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কমিশনের প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দেওয়া যৌথ ঘোষণায় জামায়াতকে উপেক্ষা করা হয়েছে। সেই ‘অপমানের’ প্রতিবাদে তারা সংলাপ থেকে সরে দাঁড়ায়।

তবে বৈঠক চলাকালীন সময়ে কমিশনের পক্ষ থেকে জামায়াতকে যোগ দেওয়ার অনুরোধও করা হয়েছিল বলে জানা গেছে।

বৈঠকে কারা ছিলেন?
মঙ্গলবারের সংলাপে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়, যার নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ। এ ছাড়া অংশ নেয় এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল।

উল্লেখ্য, এর আগে ঈদের আগে (৩ জুন) অনুষ্ঠিত প্রথম বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তখন তার সঙ্গে ছিলেন রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন