সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা, প্রাণে বাঁচলেন ১২ জেলে

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। তবে ট্রলারটিতে থাকা ১২ জন জেলে প্রাণে বেঁচে গেছেন।

ঘটনাটি ঘটে সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে, মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরের শেষ বয়ার কাছে। দুর্ঘটনার সময় নিকটবর্তী আরেকটি ট্রলার দ্রুত এগিয়ে এসে জেলেদের উদ্ধার করে।

জানা গেছে, মোশাররফ প্যাদার মালিকানাধীন ট্রলারটি এক সপ্তাহ আগে সাগরে মাছ ধরতে গিয়েছিল। ফেরার সময় প্রায় ৮ হাজার মাছ নিয়ে ফিরছিল ট্রলারটি। এ সময় প্রবল ঢেউয়ের ধাক্কায় ট্রলারের তলা ফেটে যায় এবং তা দ্রুত পানিতে ডুবে যায়।

জেলেরা প্রাণে বাঁচলেও ট্রলার, মাছ ও অন্যান্য সরঞ্জাম পানিতে তলিয়ে গেছে, যার ফলে মালিকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

মোশাররফ প্যাদার ফোনে যোগাযোগ করা হলে তার ভাই মোতালেব প্যাদা বিষয়টি নিশ্চিত করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন