সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
জাতীয়

জাতীয় ঐকমত্য গঠনে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রীয় সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কমিশনের প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত নয়। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে পরিমার্জিত সুপারিশ তৈরি করা হবে এবং তা নিয়েই আগামী মাসে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে।

আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের সংরক্ষিত নারী আসনের কাঠামো, সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলী রীয়াজ বলেন, “প্রস্তাবগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকা স্বাভাবিক। কিন্তু সামনাসামনি যুক্তিনির্ভর আলোচনায় অবস্থান পরিবর্তনের সম্ভাবনা থাকে।” তিনি আরও জানান, আলোচনা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে জনগণ কমিশনের কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে পারে।

তিনি বলেন, “সব বিষয়ের ওপর ঐকমত্য আসবে না। যে প্রস্তাবগুলোর বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হবে না, সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে না। তবে রাজনৈতিক দলগুলো চাইলে সেগুলো নিজ নিজ নির্বাচনী ইশতেহারে স্থান দিতে পারবে।”

আজকের বৈঠকে ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দলগুলো হলো বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, সিপিবি, বাসদ, জেএসডি, এলডিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণফ্রন্ট এবং আরও বেশ কয়েকটি ছোট-বড় রাজনৈতিক সংগঠন।

আলোচনায় সভাপতিত্ব করছেন অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত আছেন মো. আয়ুব মিয়া, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, এমদাদুল হক এবং ইফতেখারুজ্জামান।

কমিশনের লক্ষ্য, জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত ও কার্যকর সনদ প্রণয়ন। আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, “আমরা যেন অন্তত ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে পারি—এই সচেতনতা নিয়েই আলোচনায় অংশ নেওয়া জরুরি।”

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন