জাপান সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, নিক্কেই ফোরামে দেবেন ভাষণ

বুধবার, ২৮ মে, ২০২৫ ৩:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে হংকং হয়ে টোকিওর উদ্দেশে যাত্রা করেন।
তিনি জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, নীতিনির্ধারক ও গবেষকরা উপস্থিত থাকবেন।
সরকারি অভ্যর্থনা ও বৈঠকসমূহ
জাপানে পৌঁছানোর পর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানাবেন জাপান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, রাষ্ট্রাচার প্রধান এবং টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
সফরের প্রথম দিন (২৮ মে) বিকেলে তিনি জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি ও সাবেক উপ-প্রধানমন্ত্রী টারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে নিপ্পন ফাউন্ডেশনের আয়োজনে নৈশভোজে অংশ নিয়ে জাপানের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
নিক্কেই ফোরাম ও মিডিয়া সাক্ষাৎকার
২৯ মে সকালে নিক্কেই ফোরামের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন অধ্যাপক ইউনূস। সেশনের আগে নিক্কেইর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী ফোরামে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের অতিথিদের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি আসাহি টিভি, নিপ্পন টিভি, নিক্কেই মিডিয়াসহ জাপানের শীর্ষ গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন।
তিনি বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারেও অংশ নেবেন, যেখানে উপস্থিত থাকবেন ৩০০ জনের বেশি অংশগ্রহণকারী।
জাইকা ও অর্থনৈতিক সহযোগিতা
সফরের অংশ হিসেবে জাইকা সভাপতি ড. তানাকা আকি হিকোর সঙ্গে সাক্ষাতে বসবেন অধ্যাপক ইউনূস। বৈঠকে চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
দ্বিপাক্ষিক বৈঠক ও বিনিয়োগ উদ্যোগ
৩০ মে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী সিগেরু ইসহিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন অধ্যাপক ইউনূস। তাকে দেওয়া হবে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ, কৃষি ও রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। পরে জেটরো এবং বিভিন্ন জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে তুলে ধরবেন।
একই দিন ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ তিনি জাপানি উদ্যোক্তা ও তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন।
সম্মাননা ও প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ
৩০ মে বিকেলে অধ্যাপক ইউনূসকে জাপানের পোকা ইউনিভার্সিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। রাতে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে শুনবেন।
সমঝোতা ও প্রত্যাশা
সফরের শেষ দিনে, ৩১ মে, তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও থেকে ঢাকা ফিরে আসবেন। তার সফরকালে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে বেশ কিছু সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণ নিয়ে এক্সচেঞ্জ অব নোটস সই হওয়ারও আশা করা হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে