সর্বশেষ

জাতীয়

গুরুত্বপূর্ণ প্রশাসনে বিক্ষোভ: সচিবালয়, এনবিআর ও নগর ভবনে অচলাবস্থা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্রে একযোগে বিক্ষোভ ও কর্মবিরতির ফলে সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে।

আন্দোলনের কারণে এসব গুরুত্বপূর্ণ স্থানে স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা অধ্যাদেশের খসড়াটিকে "নিবর্তনমূলক ও সংবিধানবিরোধী কালাকানুন" বলে উল্লেখ করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মচারীদের অভিযোগ, অধ্যাদেশে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ বা কর্তব্যে গাফিলতির অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরিচ্যুত করা সম্ভব হবে।

আজ সকালে শত শত কর্মকর্তা-কর্মচারী মিছিলসহ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশ করেন। সেখানে তাঁরা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে আগামীকাল সচিবালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

পরবর্তীতে তাঁরা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পরে সচিবালয়ের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানেও কিছুক্ষণের জন্য ফটক বন্ধ হয়ে যায়।

এনবিআরে পূর্ণাঙ্গ কর্মবিরতি
এদিকে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে চলছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচির ফলে বন্ধ হয়ে গেছে রাজস্ব আদায়ের প্রায় সব কার্যক্রম।

১২ মে জারি হওয়া এক অধ্যাদেশে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে 'রাজস্ব নীতি বিভাগ' ও 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সকাল ৯টা থেকে প্রধান ফটকে অবস্থান নিয়েছেন কর্মকর্তারা। সব ফটকে তালা ঝুলছে, যার ফলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের সব কার্যক্রম বন্ধ রয়েছে। শুধুমাত্র রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কাস্টমস কার্যক্রম চালু রয়েছে।

নগর ভবনে অবস্থান কর্মসূচি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি। ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের সমর্থক ও করপোরেশনের একটি বড় অংশের কর্মচারীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

১৪ মে শুরু হওয়া এ কর্মসূচি ৪৮ ঘণ্টার বিরতি দিয়ে এখনো চলছে। এর ফলে নাগরিক সেবা কার্যত বন্ধ হয়ে গেছে। ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম ও মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে। নগর ভবনের ফটকে তালা ঝুলছে, প্রবেশ করতে পারছেন না সাধারণ সেবাপ্রত্যাশীরা।

সরকারের বিভিন্ন প্রশাসনিক স্তরে একযোগে চলমান এই আন্দোলনগুলো দেশের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। সচিবালয়, এনবিআর ও ডিএসসিসি—তিনটি প্রধান কেন্দ্রই কার্যত অচল হয়ে পড়েছে। আগামীকাল সোমবার পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন—তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন