৪ দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে এনবিআর কর্মকর্তারা

রবিবার, ২৫ মে, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চার দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (২৫ মে) সকাল থেকে ঢাকার আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়সহ সারাদেশের রাজস্ব অফিসগুলোতে এই কর্মসূচি চলছে। ফলে বন্ধ রয়েছে কর, ভ্যাট এবং কাস্টমস সেবা কার্যক্রম।
আন্দোলনের অংশ হিসেবে এনবিআর ভবনের নিচতলা থেকে শুরু করে বিভিন্ন ফ্লোরে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তা নিশ্চিতে ভবনে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মধ্যে পুলিশ, র্যাব এবং সাদা পোশাকধারীরাও রয়েছেন। ভবনে প্রবেশের জন্য কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই আন্দোলন সংগঠিত হচ্ছে। তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. এনবিআর চেয়ারম্যানের অপসারণ,
২. এনবিআর বিলুপ্তির প্রস্তাব সংবলিত অধ্যাদেশ বাতিল,
৩. রাজস্ব সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ,
৪. সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে টেকসই রাজস্ব ব্যবস্থা গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
গত ২২ মে এই দাবিগুলো তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় আন্দোলনরত সংগঠনটি।
এনবিআর ভবনের পাশাপাশি ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারাও কর্মবিরতিতে অংশ নিয়েছেন। একইসঙ্গে সারাদেশের রাজস্ব অফিসগুলোতেও কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনের ফলে করদাতা ও সেবাগ্রহীতারা বিপাকে পড়লেও আন্দোলনকারীরা জানিয়েছেন, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
আন্দোলনকারীদের ভাষ্য, তাদের ন্যায্য দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা সেবা বিঘ্নিত হওয়ায় জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
১২৩ বার পড়া হয়েছে