সর্বশেষ

জাতীয়

চট্টগ্রাম বন্দর নিয়ে জল্পনার জবাব: 'বন্দর কাউকে দেয়া হচ্ছে না'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

রোববার রাজধানীতে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের (সিএমজেএফ) আয়োজিত টক অনুষ্ঠানে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না। তবে আমরা চাই বিশ্বের বড় কোম্পানিগুলো আমাদের টার্মিনালে বিনিয়োগ করুক, পরিচালনায় অংশ নিক।”

তিনি আরও জানান, বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান আনতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেয়া হয়েছে এবং এ লক্ষ্যে ইতোমধ্যে তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে।

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তুঙ্গে। কেউ কেউ আশঙ্কা করছেন, বন্দর বেসরকারি বা বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা হতে পারে। এমন প্রেক্ষাপটে প্রেস সচিবের এই বক্তব্য স্পষ্ট করেছে সরকারের অবস্থান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে একে দেশের অর্থনীতির “হৃদপিণ্ড” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন দিগন্ত খোলা সম্ভব নয়। একটি আধুনিক ও কার্যকর বন্দর গড়ে তোলার জন্য আমরা শুরু থেকেই কাজ করছি।”

এদিকে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেয়ার দাবিতে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো রাস্তায় নেমেছে। জনমনে উদ্বেগ থাকলেও সরকারের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, “আগামী বছরের ৩০ জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই সরকারের অঙ্গীকার।” তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব শুধু নির্বাচন নয়, বরং দেশে প্রয়োজনীয় সংস্কার ও বিচারপ্রক্রিয়া নিশ্চিত করাও এ সরকারের অন্যতম লক্ষ্য।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন