৯ দফা দাবিতে বিএডিসিতে অনিয়মিত শ্রমিকদের বিক্ষোভ

শনিবার, ২৪ মে, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে বিএডিসি অফিসের সামনে দেশব্যাপী আসা শ্রমিকদের উপস্থিতিতে এ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিএডিসির অধীনে বীজ উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করলেও তাদের চাকরি এখনও অনিয়মিত। দাবির মধ্যে রয়েছে—কৃষি মন্ত্রণালয়ের ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালার পূর্ণ বাস্তবায়ন, ন্যায্য মজুরি প্রদান, অতিরিক্ত সময়ের উপযুক্ত পারিশ্রমিক, বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটিসহ অধিকার নিশ্চিতকরণ এবং ‘মৌসুমি শ্রমিক’ ব্যবস্থার অবসান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিএডিসির মাঠপর্যায় থেকে অফিস পর্যায়ের অধিকাংশ কাজ তাদের মাধ্যমেই পরিচালিত হলেও তারা মৌসুমি শ্রমিকের নাম দিয়ে বঞ্চনার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে বেতন ও সুবিধা সরকারি নীতিমালা অনুযায়ী দেওয়া হয় না।
এ সময় আন্দোলনের সমন্বয়ক মো. জুনায়েদসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন খানের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তবে চেয়ারম্যান তাদের দাবির বিষয়ে সরাসরি কোনো আশ্বাস না দিয়ে বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বলে জানান শ্রমিক নেতারা।
সিলেট থেকে আসা শ্রমিক রাজন আহম্মেদ বলেন, “আমরা ৮ বছর ধরে নিয়মিতকরণের জন্য অপেক্ষা করছি। অন্য প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হলেও আমাদের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।”
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। একই সঙ্গে বিএডিসির সব অনিয়মিত শ্রমিক কর্মবিরতিতে থাকবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
১০৩ বার পড়া হয়েছে