সর্বশেষ

জাতীয়

লন্ডনে শেখ হাসিনার উপদেষ্টার ছেলের সম্পত্তি জব্দ, এনসিএ’র ফ্রিজিং অর্ডার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৪ মে, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের মালিকানাধীন দুটি সম্পত্তি জব্দ করেছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে।

কোম্পানি ও প্রপার্টি নথির তথ্যমতে, লন্ডনের বিলাসবহুল এলাকা মেফেয়ারের ১৭ গ্রোভনার স্কয়ার এবং উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের দুটি সম্পত্তি জব্দ করা হয়েছে। ২০১০ সালে প্রথমটি কেনা হয়েছিল ৬.৫ মিলিয়ন পাউন্ডে এবং দ্বিতীয়টি ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে। উভয় সম্পত্তির মালিক হিসেবে তালিকাভুক্ত রয়েছেন আহমেদ শায়ান ফজলুর রহমান, যিনি বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের পুত্র।

প্রতিবেদনে বলা হয়, গ্রেশাম গার্ডেনসের বাড়িটিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা বসবাস করতেন। তিনি লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের মা। তবে তিনি এখনো সেখানে থাকেন কিনা, তা নিশ্চিত নয়। সাম্প্রতিক এক দুর্নীতির তদন্তে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নাম আসার পর বিষয়টি ঘনীভূত হয়। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং চলতি বছরের জানুয়ারিতে তিনি এমপি পদ থেকে পদত্যাগ করেন।

এক বিবৃতিতে এনসিএ জানিয়েছে, “চলমান এক অপরাধ তদন্তের অংশ হিসেবে আমরা ১৭ গ্রোভনার স্কয়ার ও গ্রেশাম গার্ডেনসে অবস্থিত দুটি সম্পত্তি জব্দ করেছি। এর বেশি কিছু এ মুহূর্তে জানানো সম্ভব নয়।”

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সালমান ও শায়ান এফ রহমান উভয়েই একটি অর্থ আত্মসাতের মামলার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত।

জানা গেছে, এসব সম্পত্তি আইল অব ম্যান-ভিত্তিক অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। শায়ান রহমানের এক মুখপাত্র জানিয়েছেন, “আমাদের মক্কেল সব ধরনের অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এবং যুক্তরাজ্যের যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলমান। শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করি, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবে।”

সালমান এফ রহমান ও শেখ রেহানার কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন