সর্বশেষ

আইন-আদালত

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান অপসারিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

গত বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৬) দফা অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে।

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে ২০১৮ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং ২০২০ সালে তিনি স্থায়ী বিচারপতির পদে আসীন হন। তবে গত বছরের ২০ অক্টোবর থেকে তিনি বিচারিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। ওই সময় হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিচারিক দায়িত্ব পালন নিষিদ্ধ করা হয়, যাদের মধ্যে তিনি একজন।

এর আগে, গত বছরের ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামী লীগপন্থি ফ্যাসিবাদী বিচারপতিদের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের জেরে সরকারের পক্ষ থেকে তদন্ত এবং বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৩ সালের ১৬ জুলাই নিহত ছয়জনের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন খোন্দকার দিলীরুজ্জামান।

উল্লেখ্য, নিষিদ্ধ ১২ জন বিচারপতির মধ্যে ইতোমধ্যে বিচারপতি আতাউর রহমান খান ও বিচারপতি আশীষ রঞ্জন দাস বয়সসীমা পূর্ণ করে অবসর নিয়েছেন। অন্যদিকে বিচারপতি শাহেদ নূরউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। বিচারপতি আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের চাকরি স্থায়ীকরণ না হওয়ায় তারা আর দায়িত্বে নেই। এর আগে ২০ মার্চ বিচারপতি খিজির হায়াতকেও অপসারণ করা হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন