ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু: আজ ১ জুনের টিকিট বিক্রি

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈদুল আজহা সামনে রেখে আজ (২২ মে) থেকে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সব ধরনের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি। তবে যাত্রীরা রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটে ঢুকে দেখছেন, উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর টিকিট সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন। সকাল সাড়ে ৮টার মধ্যেই এসব ট্রেনের বেশিরভাগ টিকিট বিক্রি শেষ হয়ে যায়। যদিও এখনও কিছু কিছু ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।
রেলওয়ে জানিয়েছে, এবারের ঈদ উপলক্ষে পাঁচটি রুটে চলবে ১০টি বিশেষ ট্রেন। এসব স্পেশাল ট্রেন চলবে ৪ জুন থেকে ৬ জুন এবং ঈদের পর ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। পাশাপাশি, ঈদের দিনও কিছু ট্রেন চলাচল করবে। তবে এই বিশেষ ট্রেনগুলোর টিকিট শুধুমাত্র রেলস্টেশনের নির্দিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে, অনলাইনে নয়।
এবার ঈদযাত্রায় সারাদেশে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন চলবে। এসব ট্রেনে মোট আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। প্রতিটি ট্রেনে অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটও বিক্রি হবে, যা পাওয়া যাবে স্টেশনের কাউন্টার থেকে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা সহজেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তীতে লগইন করে টিকিট কাটা যাবে। যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন, তাদের নতুন করে কিছু করতে হবে না।
ঈদযাত্রায় টিকিট সংগ্রহ ও ভ্রমণ নিয়ে যাত্রীদের অনলাইনের প্রতি আগ্রহ বেড়েছে বলে মনে করছেন রেল সংশ্লিষ্টরা।
১৩৪ বার পড়া হয়েছে