জাতীয়
বার্ধক্যজনিত কারণে ঢাকা সিএমএইচে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক লে. কমান্ডার অব. রাশেদ ইকবালের মা শাহানা ইকবাল।
শিল্পপ্রেমী ও তৈলচিত্র শিল্পী শাহানা ইকবাল আর নেই

স্টাফ রিপোর্টার
সোমবার, ১৯ মে, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বার্ধক্যজনিত কারণে ঢাকা সিএমএইচে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক লে. কমান্ডার অব. রাশেদ ইকবালের মা শাহানা ইকবাল।
গত ১৮ মে রোববার তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর তিন সন্তানের মধ্যে দুই মেয়ে প্রবাসী।
শাহানা ইকবাল শিল্পপ্রেমী ও তৈলচিত্র শিল্পী ছিলেন। উত্তরা লেডিস ক্লাবের সম্মানিত সদস্য হিসেবে তিনি সমাজসেবায় অবদান রাখেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শিল্পপ্রেমী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তার নামাজে জানাজা নেভাল হেড কোয়ার্টার মসজিদে অনুষ্ঠিত হবে। ২১ মে বাদ আসর বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর স্বামী কর্নেল মো. ইকবাল ১৯৯৫ সালে মৃত্যুবরণ করেন।
শাহানা ইকবালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। তাঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর