ভারত আমদানি বন্ধ করায় বেনাপোলে আটকে আছে ৩৬ ট্রাক

রবিবার, ১৮ মে, ২০২৫ ২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারত সরকার তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্য, ফলমূলসহ বেশ কয়েকটি ভোগ্যপণ্য আমদানি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
এর প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে।
রোববার সকাল পর্যন্ত বেনাপোল বন্দরে গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬টি বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এছাড়া বন্দরের বাইরে আরও প্রায় ৬০টি ট্রাক আটকে রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যেসব পণ্যের আগে থেকেই এলসি বা টিটি সম্পন্ন হয়েছে, সেগুলো যেন আমদানির অনুমতি পায়, সে বিষয়ে কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এবং পণ্য পরিবহনে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১৬ বার পড়া হয়েছে