সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় খাজা হত্যা মামলায় বিএনপি নেতাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ১৮ মে, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার ও জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খাজা মোল্যা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এই ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ মে) নিহতের ভাই আলী হায়দার মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার দিনই মামলার এজাহারভুক্ত দুই আসামি—শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখকে গোপালগঞ্জ থেকে আটক করেছে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, "হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

পুলিশ সূত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ শাহাদুল ইসলাম এবং বিএনপি নেতা পলাশ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই গত বুধবার (১৪ মে) সকালে কুমারডাঙ্গা বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাহাদুল মেম্বারের সমর্থক খাজা মোল্যা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন