সর্বশেষ

জাতীয়

ঈদে লম্বা ছুটির কারণে আজ সরকারি অফিস-ব্যাংক খোলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৭ মে, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা ১০ দিনের দীর্ঘ ছুটি।

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহার ছুটি মূলত ৫ থেকে ১০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। তবে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে অতিরিক্ত ছুটি হিসেবে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মচারীরা।

তবে এই বাড়তি ছুটির জন্য ১৭ ও ২৪ মে, দুইটি শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে। আজ শনিবার (১৭ মে) সেই অনুসারে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক এবং শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি খোলা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ব্যাংকে গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লেনদেন শেষ হওয়ার পর ব্যাংকের নিজস্ব কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ ও ২৪ মে, এই দুই শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

এবারের ঈদে ছুটি ও অফিস কার্যক্রমের এমন সময়সূচি নির্ধারণ করায় যাত্রা নির্বিঘ্ন হওয়ার পাশাপাশি দীর্ঘ ছুটির সুবিধা পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন