সর্বশেষ

খেলা

ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোন্ড কাপ উদ্বোধন

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের বারবাড়িয়া কেন্দ্রীয় খেলার মাঠে গোন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্রীড়াঙ্গন ধ্বংসের অভিযোগ তুলেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে দেশের ক্রীড়া অঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। একসময় গ্রামবাংলার প্রাণ ছিল ফুটবল, যা আজ প্রায় বিলুপ্তপ্রায়। তবে জাতীয়তাবাদী দল বিএনপি আবারও এ খেলা উজ্জীবিত করতে কাজ করছে।”

চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় যশোরের ঝিনুক ফুটবল একাডেমি ও গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ট্রাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় ঝিনুক ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি তৈমুর রহমান তুলা মিয়া। খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এনজিও সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ধামরাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, এবং জেলা যুবদলের সহ-সভাপতি ইবাদুল হক জাহিদসহ আরও অনেকে।

উদ্বোধনী এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন