উড্ডয়নের পর চাকা খুলে পড়ে, পাইলটের দক্ষতায় ঢাকায় নিরাপদে অবতরণ

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উড্ডয়নের পরপরই চাকা খুলে পড়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সফলভাবে জরুরি অবতরণ করেছে।
ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী, যার মধ্যে শিশুদেরও উল্লেখ ছিল, সবাই নিরাপদে ছিলেন।
শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি, যা ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ। তবে উড্ডয়নের কিছু সময় পর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে অবহিত করেন।
বিষয়টি জানার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম। অবশেষে দুপুর ২টা ২০ মিনিটে পেছনের এক চাকা ব্যবহার করেই সফলভাবে অবতরণ করে ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, "বিমানের চাকা খুলে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষের তৎপরতায় এবং পাইলটের দক্ষতায় কোনও রকম দুর্ঘটনা ছাড়াই যাত্রীরা নিরাপদে নামতে পেরেছেন।"
এ ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কীভাবে এই যান্ত্রিক ত্রুটি ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যন্ত্রাংশ ত্রুটি নাকি কারিগরি অবহেলা—তা নির্ধারণে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানানো হয়েছে।
এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্যমতে, “বিমানের পেছনের একটি চাকা দিয়েও জরুরি পরিস্থিতিতে অবতরণ সম্ভব, তবে এতে ঝুঁকি থাকে। এই অবতরণে পাইলট সত্যিকার অর্থেই অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।”
ফ্লাইটটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং অনেকেই পাইলটকে ধন্যবাদ জানান।
১১৯ বার পড়া হয়েছে