একুশে আগস্ট গ্রেনেড হামলা: লিভ টু আপিলের পরবর্তী শুনানি ২৬ মে

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) পরবর্তী শুনানির তারিখ আগামী ২৬ মে ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৫ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ শুনানির পর এই দিন নির্ধারণ করেন। এর আগে সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিক আর হক শুনানি উপস্থাপন করেন।
প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলায় ৪৯ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। এরপর ১৯ ডিসেম্বর প্রকাশিত হয় রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। এর পরপরই রাষ্ট্রপক্ষ পৃথক দুটি লিভ টু আপিল করে, যা চলতি বছরের ১৩ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত থেকে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রাণ হারান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন। আহত হন তিন শতাধিক নেতাকর্মী।
এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। ২০০৮ সালের ১১ জুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া অভিযোগপত্রে ২২ জনকে আসামি করা হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে অধিকতর তদন্ত শেষে ২০১১ সালে ৩০ জনের সম্পূরক নাম অন্তর্ভুক্ত করে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৫২ জনে। এরমধ্যে তিন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় কার্যত ৪৯ জনের বিচার হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া সরকারি কর্মকর্তাসহ আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে লিভ টু আপিল করে, যার শুনানি এখন চলমান।
১১৫ বার পড়া হয়েছে