পাবনায় চরমপন্থি নেতার মৃত্যুতে চাঞ্চল্য: গুলিতে ও কুপিয়ে হত্যা

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে চরমপন্থি সংগঠনের কথিত নেতা বাবুল শেখ (৪০) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) রাত ১টার দিকে বিজয়রামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাবুল শেখ ওরফে ‘লগা বাবু’ বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুল শেখ প্রতিদিন গ্রামের একটি ছোট বাজারের চায়ের দোকানে বসতেন এবং কলা-বিস্কুট খেতেন। কিন্তু মঙ্গলবার রাতে তিনি কিছু না খেয়ে দোকান থেকে বেরিয়ে আমবাগানের দিকে রওনা হন। পথে পৌঁছানোর পরপরই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। প্রথমে মুখে চাপাতি দিয়ে একাধিক কোপ এবং পরে পিঠে একটি গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পুলিশ ধারণা করছে, চরমপন্থি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ওসি আব্দুস সালাম বলেন, “বাবুল শেখ একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি এবং আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।
১২১ বার পড়া হয়েছে