আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপন জারি

সোমবার, ১২ মে, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, নির্যাতনসহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, যার বিরুদ্ধে দেশে-বিদেশে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং আদালতে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান ছাত্র-জনতার আন্দোলন দমন করতে গিয়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা, অগ্নিসংযোগ, বেআইনি আটক ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং বিচারপ্রক্রায় বিঘ্নের শঙ্কা তৈরি হয়।
সরকারের দাবি, আন্দোলনের পরও দলটির নেতাকর্মীরা নানা উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রবিরোধী মিছিল, বিদেশে পলাতক নেতাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপরাধমূলক বক্তব্য প্রদান এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের চেষ্টা।
এই পরিস্থিতিতে, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ ও সংশোধিত অধ্যাদেশ ২০২৫-এর আওতায় বাংলাদেশ আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই নিষেধাজ্ঞার আওতায় দলটির পক্ষ থেকে কোনো ধরনের সভা, সমাবেশ, প্রচারপত্র বিলি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং যেকোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ১০ মে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
১২০ বার পড়া হয়েছে